Product

বেইজ কস্ট

বেইজ কস্ট কি?

বেইজ কস্ট হলো কোনো প্রোডাক্টের জন্য নির্ধারিত টাকা যা দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী কোনো প্রোডাক্টের প্রিন্ট ও ডিমান্ড সম্পূর্ণ করে কাস্টমারের কাছে পাঠানো হয়। বেইজ কস্ট এর মধ্যে রয়েছে মেটেরিয়াল কস্ট , প্রোডাকশন কস্ট এবং প্রিটিং কস্ট । এই বেইজ কস্ট প্রোডাক্টের ভেরিয়েশনের সাথে সাথে পরিবর্তন হয়।
যেমনঃ টিশার্ট এর বেইজ কস্ট  আর  মাস্ক  এর বেইজ কস্ট  এক নয়।

বেইজ  কস্টের হিসাবঃ

বেইজ কস্টের জন্য কোনো ভেন্ডরকে আলাদা করে টাকা দিতে হয় না।  প্রত্যেকটি অর্ডার আসার পরে ওই নির্দিষ্ট প্রোডাক্টের বেইজ কস্ট  কেটে রেখে বাকি টাকা ভেন্ডর এর একাউন্টে অ্যাড করে দেয়া হয়।

নির্ধারিত বেইজ কস্টঃ

  • টিশার্ট – ২০০ টাকা
  • মগ – ২২০ টাকা
  • বোতল (৫০০মিলিঃ ) – ৩২০ টাকা
  • বোতল (৬৫০মিলিঃ ) – ৩৫০ টাকা
  • মাস্ক – ১০০ টাকা
  • ক্যানভাস – ৪০০ টাকা
  • হুডি – ৭০০ টাকা

যেমন ধরুন আপনি একটি মগ সেল করছেন ৩৫০ টাকায় এখানে STYLOPEAK বেইজ কস্ট কেটে রাখবে ২২০ টাকা বাকি ১৫০ টাকা আপনার প্রফিট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *